মোহরায় ফিল্মি স্টাইলে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার

আপডেট: November 15, 2023 |
inbound8773631626851372669
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ   নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা ইস্পাহানি জেটি রোড ছাফা মোতালেব ক্লিনিকের সামনে মাকে ছোরার ভয় দেখিয়ে অপহরণ হওয়া এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল নাঈমা তাসনিয়া (১৬) কে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ শাকিলকে (২৩) সীতাকুণ্ড থানাধীন পাথরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করা হয়।

অপহরণ কাজে ব্যবহৃত সিএনজি জব্দ ও প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হলেও অপহরণের সাথে জড়িত অন্যান্য আসামিরা পলাতক রয়েছে।

চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উক্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

অপহরণের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার চান্দগাঁও থানাধীন ইস্পাহানি জেটি রোড ছাফা মোতালেব ক্লিনিকের সামনে রাস্তার উপর থেকে বিকেলে ৪/৫ জন বখাটে ছেলে ভিকটিম জান্নাতুল নাঈমা তাসনিয়ার মাকে ছোরার ভয় দেখিয়ে সিএনজি যোগে জান্নাতুল নাঈমা তাসনিয়াকে অপহরণ করে।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে, চান্দগাঁও থানার একটি চৌকস টিমের অভিযানে সীতাকুণ্ড থানাধীন পাথরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম জান্নাতুল নাঈমা তাসনিয়াকে উদ্ধার এবং প্রধান অভিযুক্তকে মোঃ শাকিলকে গ্রেফতার করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর