মান্দায় নৌকার মাঝি হয়ে সেবা করতে চান নাহিদ মোর্শেদ

আপডেট: November 15, 2023 |
inbound3030693367175082008
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দা ৪ আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নেতাকর্মীদের নিয়ে মাঠ চোষে বেড়াচ্ছেন মান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড নাহিদ মোর্শেদ বাবু।

রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে নিরলস ভাবে প্রতিদিন ছুটে যান নেতাকর্মীদের দ্বারে দ্বারে, সকলের কাছে কর্মীবান্ধব নেতা হিসেবে তার সুপিচিতি।

জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের আগে তিনি দীর্ঘদিন উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। সকল লড়াই সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। উপজেলা যুবলীগকে সুসংগঠিত করেছেন তিনি।

দলে তার ক্লীন ইমেজ ও কর্মীবান্ধব নেতা হওয়ার কারণে ২০২০ সালের ১৯ ডিসেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত হয়েই সকলকে নিয়ে উপজেলা আওয়ামীলীগের জরাজীর্ণ কার্যালয় ভেঙ্গে তৈরি করেন নতুন কার্যালয়। দলীয় সকল কর্মসূচিতে নিজে উপস্থিত থেকে তা সফল করেন।

যুব সমাজের আইডল খ্যাত, মিষ্টভাষী ও কর্মীবান্ধব নেতা। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগের নেতা কর্মীদের সুসংগঠিত করে এক সাথে কাজ করে যাচ্ছেন।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী তিনি।

জানতে চাইলে প্রসাদপুর ইউপির আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামানসহ অনেক নেতাকর্মীরা বলেন, এ্যাড নাহিদ মোর্শেদ বাবু ভাই দলের সকল কর্মসূচিতে নিজে উপস্থিত থেকে সফল ভাবে পালন করে থাকেন।

এছাড়া সব সময় তৃণমূলের নেতাকর্মীদের খোঁজ খবর নিয়ে থাকেন। কর্মীবান্ধব নেতা হিসেবে উপজেলা জুড়ে তার অনেক খ্যাতী রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী যদি তাকে এ আসনে নৌকার মনোনয়ন দেন তাহলে, তার জয় শতভাগ নিশ্চিত বলে তারা জানান।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড নাহিদ মোর্শেদ বাবু বলেন, দলের জন্য সকল লড়াই সংগ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে আমি মাঠে আছি।

ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত।

মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন তাহলে শতভাগ বিজয়ী হয়ে এই আসনটি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ

Share Now

এই বিভাগের আরও খবর