জয়পুরহাটে তিন মাদক ব্যবসায়ী আটক

আপডেট: November 20, 2023 |
inbound998209704791683845
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সদর উপজেলার পাইকরদাড়িয়া এলাকা থেকে ৪২পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব- ৫।

সোমবার (২০ নভেম্বর)গভীর রাতে সদর উপজেলার পাইকরদাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,জয়পুরহাট সদর উপজেলার পাইকরদাড়িয়া গ্রামের মৃত রাজেন্দ্র নাথ মোহন্তের ছেলে, শ্রী শ্যামল চন্দ্র মহন্ত (৫২) মহুরুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমরান হোসেন(৩০)ও ফারুক হোসেনের ছেলে নাঈম হোসেন (২৩)।

র‍্যাব জানায়, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধিনায়ক মেজর রফিকুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদেরকে ,৪২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন শ্যামল একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন প্রান্তে খুচরাওপাইকারী বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে- ২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

Share Now

এই বিভাগের আরও খবর