বাফুফে সভাপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন

আপডেট: December 28, 2023 |
boishakhinews 3
print news

 

সফলভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি। কোনো ধরণের জটিলতা ছাড়াই আজ রাজধানীর একটি হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়েছে। বাফুফে সভাপতির পরিবারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ফেডারেশন।

অস্ত্রোপচারের পর কাজী সালাউদ্দিনকে রাখা হয়েছে আইসিউতে।

সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। চিকিৎসকরা আশা করছেন, যথাযথ পুনর্বাসন প্রক্রিয়া মেনে চললে দ্রুতই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিংবদন্তি এই ফুটবলার। দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
গত ১৬ ডিসেম্বর হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় কাজী সালাউদ্দিনকে।

এরপর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, তাঁর হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়েছে। যেকারণে চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছিলেন। গত কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে রক্ত চাপ, কাশি সহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণ এনে আজ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর