বরগুনায় বই উৎসব-২০২৪ উদ্বোধনী অনুষ্ঠিত
আপডেট: January 1, 2024
|


বরগুনা প্রতিনিধিঃ সারাদেশের নেয় বরগুনায় পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
আমাদের বরগুনা জেলা প্রতিনিধি তালুকদার মোঃ মাসুদের প্রতিবেদন বরগুনায় প্রাক -প্রাথমিক ও প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মুকিত মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফয়সাল আহমেদ প্রমুখ। নতুন বছরে নতুন বই হাতে পেয়ে খুশি ছাত্র-ছাত্রীরা।