বগুড়ায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা জব্দ, প্রাইভেটকার আটক

আপডেট: January 2, 2024 |
inbound8883307686764006478
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ১০০ কেজি গাঁজা উদ্ধারসহ একটি প্রাইভেট কার আটক করেছে র‌্যাবের সদস্যরা।

এই ঘটনায় মঙ্গলবার (০২জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে সোমবার (০১জানুয়ারি) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি নামক স্থানে ঢাকা বগুড়া মহাসড়কে র‌্যাবের এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার হওয়া ২৫টি বান্ডিলে মোট গাঁজার পরিমান ১০০ কেজি। সেইসঙ্গে পরিবহন কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

তবে কারের চালক বিল্লাল হোসেন (৩৫) পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি র‌্যাব সদস্যরা। সে কুমিল্লা জেলার সদর উপজেলার বালুরচর মুরাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, কুমিল্লা থেকে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে একটি প্রাইভেটকার নওগাঁয় যাচ্ছিল-গোপনে এমন সংবাদ পেয়ে র‌্যাব-১২’র সদস্যরা উপজেলার ধুনকুণ্ডি নামক স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন।

একপর্যায়ে তল্লাশির বিষয়টি আঁচ করতে পেরে কারের চালক বিল্লাল হোসেন মহাসড়কের পাশে গাড়িটি রেখে দৌঁড়ে পালিয়ে যায়।

পরে র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধারসহ প্রাইভেটকারটি জব্দ করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের ওই অভিযানের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে।

পাশাপাশি মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর