আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা আক্তার

আপডেট: January 23, 2024 |
boishakhinews 217
print news

 

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তার। গত বছরটা দারুণ গেছে এই বাঁহাতি স্পিনারের। সেটারই পুরস্কার পেয়েছেন ২৩ বছর বয়সী নাহিদা।

সব মিলিয়ে ১১ ওয়ানডে খেলেছিলেন নাহিদা।

উইকেট নেন ২০টি। যেটি গত বছর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ।
আইসিসির ২০২৩ সালের মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দলে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। নিউজিল্যান্ডের দুজন।

আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে জায়গা পেয়েছেন।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল :

ফোবি লিচফিল্ড (অস্ট্রেলিয়া), চামারি আতাপাত্তু (শ্রীলংকা, অধিনায়ক), এলিস পেরি (অস্ট্রেলিয়া), এমেলিয়া কার (নিউজিল্যান্ড), বেথ মুনি (উইকেট কিপার, অস্ট্রেলিয়া), ন্যাট শিবার ব্রান্ট (ইংল্যান্ড), অ্যাশ গার্ডেনার ( অস্ট্রেলিয়া), আনাবেল সাদারল্যান্ড (অস্ট্রেলিয়া), নাদিন ডি ক্লার্ক ( দক্ষিণ আফ্রিকা), লি তাহুহু (নিউজিল্যান্ড) ও নাহিদা আক্তার (বাংলাদেশ)।

Share Now

এই বিভাগের আরও খবর