বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০১

আপডেট: March 16, 2024 |
inbound8078041665241625220
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৮৪ (চুরাশি) বোতল ফেনসিডিলসহ চান মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

১৬ মার্চ ( শনিবার) বেলা সোয়া ৩টার দিকে বগুড়ার সান্তাহার স্টেশনেরব ৩ নম্বর প্লাটফর্ম থেকে ৮৪ বোতল ফেন্সিডিলসহ চান মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চান মিয়া লালমনিরহাট সদর উপজেলার তিস্তা লতিপুর এলাকার মৃত নুরুজ্জামান মিয়ার ছেলে।

বগুড়া সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে এক ব্যক্তি মাদক পরিবহন করে নিয়ে আসছে।

ট্রেনটি সান্তাহার স্টেশনের তিন নম্বর প্লাটফর্মে এসে পৌঁছালে সেখানে অভিযান চালিয়ে ৮৪ (চুরাশি) বোতল ফেনসিডিলসহ চান মিয়াকে গ্রেফতার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর