১৯ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু

আপডেট: April 9, 2024 |
inbound7650087933113888370
print news

ঈদ উদযাপন শেষে ঘরে ফেরা মানুষের স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। যাত্রীদের অনলাইনে এ টিকিট ক্রয় করতে হচ্ছে।

এবার টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয় এবং পূর্বাঞ্চলে চলাচল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

এছাড়া যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদে অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এ টিকিট রিফান্ড করা যাবে না।

এ ছাড়া রেলে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে অগ্নিনিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ে গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। গত ৩০ মার্চ পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলে।

আর গত ৩ এপ্রিল থেকে ঈদের ফেরত যাত্রীদের জন্য অগ্রিম টিকিট বিক্রি করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর