বিশ্বে বেড়েছে সামরিক ব্যয়, শীর্ষে যেসব দেশ

আপডেট: April 23, 2024 |
inbound8349465388346368040
print news

বৈশ্বিক সামরিক ব্যয় ২০২৩ সালে ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে বিশ্বে সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ২ হাজার ৪৪৩ বিলিয়ন ডলারে।

এর আগে এত বেশি সামরিক ব্যয় কখনোই দেখেনি বিশ্ব। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।

সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) এর এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

এসআইপিআরআই বলছে, টানা নয় বছর বিশ্বে সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশ্বের পাঁচটি ভৌগোলিক অঞ্চলেই সামরিক ব্যয় বেড়েছে।

২০২৩ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির ব্যয় ৯১৬ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ।

সামরিক ব্যয়ে এরপরেই রয়েছে চীন। বিশ্বের মোট সামরিক ব্যয়ের মধ্যে ১২ শতাংশই চীনের। সামরিক খাতে তারা খরচ করেছে ২৯৬ বিলিয়ন ডলার।

তৃতীয় অবস্থানে থাকা রাশিয়া প্রতিরক্ষা খাতে আনুমানিক ১০৯ বিলিয়ন ডলার খরচ করেছে, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৪ দশমিক ৫ শতাংশ।

ইউক্রেনে আগ্রাসন চালানো দেশটির সামরিক ব্যয় ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেড়েছে ২৪ শতাংশ।

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত দেশ ইউক্রেন এক বছরে সামরিক ব্যয় ৫১ শতাংশ বৃদ্ধি করেছে।

২০২৩ সালে দেশটির মোট সরকারি ব্যয়ের ৫৮ শতাংশই ছিল সামরিক খাতে। ৬৪ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করে দেশটি রয়েছে অষ্টম অবস্থানে।

এসআইপিআরআই বলছে, মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় বেড়েছে ৯ শতাংশ। গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যয় ২৪ শতাংশ বেড়ে ২৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর