স্টপেজের দাবিতে ফরিদপুর স্টেশনে ট্রেনের গতিরোধ

আপডেট: May 5, 2024 |

ফরিদপুর প্রতিনিধি: রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেনের ফরিদপুর রেলস্টেশনে স্টপেজ দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

এ সময় তারা রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনটির গতিরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষভের মুখে ট্রেনটি প্রায় ১০ মিনিট সেখানে অবস্থান করে।

রোববার (৫ মে) ভোর ৫টা ১৫ মিনিট থেকে ফরিদপুর রেলস্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি করা হয়।

রাজবাড়ী থেকে ভোর ৫টা ৪০ মিনিটে ফরিদপুর এসে পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির সামনে অবস্থান নিয়ে গতিরোধ করলে একপর্যায়ে ট্রনটি থামাতে বাধ্য হন চালক।

এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের পরিচালকসহ অন্যদের শুভেচ্ছাও জানান।

এসয় তারা ১০ মিনিট টেনটি সেখানে দাঁড় করিয়ে রাখে, পরে ট্রেনটিতে থাকা বাংলাদেশ রেলওয়ের ট্রেন পরিচালক মো. মহিবুল ইসলাম বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন এবং তিনি জানায় স্টপেজের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

পরে অবস্থানকারীরা সরে গেলে ৫টা ৫০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকার সাথে যোগাযোগ ব্যাবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকার পথে আজ থেকে বানিজ্যিক ভাবে নতুন দুটি কমিউটার ট্রেন চালু হয়েছে। ভাঙ্গা জংশন- শিবচর -পদ্মা -মাওয়া স্টেশনে ট্রেন দুটি থামার কথা রয়েছে।

এর আগে শনিবার মাদারীপুরের শিবচরে এ কমিউটার ট্রেন চলাচলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন প্রাচীন এ জেলা শহরের উপর দিয়ে ট্রেন যাবে অথচ ট্রেনের স্টপেজ থাকবে না এটা হতে পারে না।

ঢাকার সাথে যোগাযোগ সহজ করতে এবং বাসের উপর নির্ভরতা কমাতে অবশ্যই ফরিদপুরে স্টপেজ দিতে হবে হবে জানায় তারা।

এ সময় তারা ফরিদপুরে স্টপেজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রেলমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর