মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

আপডেট: May 13, 2024 |
inbound6948354572268756012
print news

এনায়েত করিম রাজিব, বাগেরহাট প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ৫ম দিনের কর্মসূচি পুষ্টি বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার( ভুমি) মো. বদরুদ্দোজা,উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা সৌমেন সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।

এসময় উপজেলার সরকারি-বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী , চিকিৎসক , মুক্তিযোদ্ধা ,প্রবীণ সুশীল ব্যক্তিরা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, প্রবীণদের পুষ্টি ,কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর