উত্তর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হলেন আহাদ সিকদার

আপডেট: May 14, 2024 |
IMG 20240514 WA0122
print news

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক হলেন আহাদ সিকদার সফল।

গত ৪ মে শনিবার উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ শামীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির অনুমোদন দেন। এ কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন আহাদ সিকদার সফল।

কমিটির অনুমোদন দিয়ে বলা হয়েছ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’, ‘স্মার্ট মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

এর আগে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নবনির্বাচিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আহাদ সিকদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করে ছাত্রলীগ সৈনিক হিসেবে রাজপথে আছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মর্যাদাশীল জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছে।

গণশিক্ষাকে সবার অধিকারে রূপান্তর করাই আমার লক্ষ্য। এ জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।

Share Now

এই বিভাগের আরও খবর