মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে

আপডেট: May 27, 2024 |
inbound5639393321069395148
print news

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকেই বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকা। এদিকে টেকনিক্যাল কারণে কারণে সকাল ৭টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। এ সময় স্টেশনগুলোতে অফিসগামী মানুষরা বিপাকে পড়েন।

সোমবার (২৭ মে) সকাল ১০টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয় বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ।

তিনি জানান, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়টাতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।

Share Now

এই বিভাগের আরও খবর