অধ্যক্ষের শাস্তির দাবিতে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

আপডেট: June 8, 2024 |
inbound1774245974713883950
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ছাত্রদের হত্যার হুমকীর প্রতিবাদে দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমানউল্লাহ আমান তার লিখিত বক্তব্যে বলেন, গত মঙ্গলবার দৌলতপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ভর্তি ফি এবং অনার্স কোর্সের ফরম পূরণের অতিরিক্ত খরচ কমানো, কলেজ ক্যাম্পাসে স্থায়ী ক্যান্টিন নির্মাণ এবং আগামী ৭ জুন শুক্রবার ছয় দফা দিবস উপলক্ষে কলেজ ক্যাম্পাসে একটি প্রোগ্রাম করার অনুমতিসহ বেশ কয়েকটি দাবি উপস্থাপনের জন্য কলেজের অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় অধ্যক্ষ শিক্ষার্থীদের অপমান করে বলেন, কলেজ ক্যাম্পাসে কোন ছাত্রলীগের রাজনীতি চলবে না।

আমানউল্লাহ আমান বলেন, পরদিন বুধবার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের নেতারা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের দাবিগুলো আবারও পুনরায় বিবেচনা করার জন্য অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অনুরোধ করেন।

এ সময় অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন ক্ষিপ্ত হয়ে তার লাইসেন্সকৃত আগ্নেয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের গুলি করতে যায়।

তবে অধ্যক্ষ ছাদিকুজ্জামান সুমনের গুলি করতে যাওয়ার কাহিনী নতুন কিছু নয় এর আগেও তিনি এই অস্ত্র দিয়ে ওই কলেজের ভূগোল বিভাগের প্রদর্শক জহুরুল আলমকে গুলি করতে গিয়েছিল।

জহুর আলম বাদী হয়ে দৌলতপুর থানায় ওই সময় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমান আরও বলেন, এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে অধ্যক্ষের অনুগত রাজু, বিদ্যুৎ, ছোটন খা, মমিনুর রহমান মোহন তাদের কোমরে থাকা অবৈধ অস্ত্র বের করে শিক্ষার্থীদের গুলি করতে যায়।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা সহ ছাত্রলীগের নেতাকর্মীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন।

তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মাহবুল-উল-আলম হানিফসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি, এই অধ্যক্ষের অস্ত্রের লাইসেন্স বাতিলসহ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা হোক।

Share Now

এই বিভাগের আরও খবর