গাজীপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

আপডেট: June 8, 2024 |
inbound3952375776659960441
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: স্মার্ট ভূমিসেবার ভূমি মন্ত্রণালয় প্রতিপাদ্য গাজীপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

গাজীপুর জেলাপ্রশাসক ও উপজেলা ভূমি অফিস, গাজীপুর সদর,টঙ্গী রাজস্ব সার্কেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

শনিবার সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ভূমি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর