কুষ্টিয়ায় ‘আদর্শ শিক্ষক’ সম্মাননা পেলেন ১০ শিক্ষক

আপডেট: July 7, 2024 |
inbound2321657761151353071
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: মেধা, মনন, শ্রম ও ভালোবাসায় সমাজ আলোকিত হয়। বিনির্মিত হয় সমৃদ্ধ জাতিসত্তা। তাদের দীক্ষায় বেড়ে ওঠে মননশীল প্রজন্ম।

মেধা বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা কিংবা আদর্শিক জীবনের বীজটিও বুনে দেন তারা।

এমনই শিক্ষক হিসেবে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানমসহ দশজন শিক্ষককে শিক্ষা ও নৈতিকতা প্রসারে অসামান্য অবতান রাখায় প্রদান করা হয় ‘আদর্শ শিক্ষক’ সম্মাননা।

সম্প্রতি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি ও সাংবাদিক সোহরাব হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়ো টেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু হেনা মোস্তফা জামান।

উত্তরীয় পরিয়ে দেন কুষ্টিয়া বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক লেখক, গবেষক ইমাম মেহেদী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান

নাদিরা খানম কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক হিসেবে কর্মরত। একসময়ের বিতার্কিক এ নারী শিক্ষক আন্তঃব্যাচ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বর্তমানে তিনি বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালনসহ শিক্ষার্থীদের মাঝে বিতর্ক শিল্প তৈরির কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

একই সাথে তিনি নিজেকে যুক্তির আলোয় মুক্তি ঘটিয়ে প্রতিভা বিকশিত করে আলোকিত করেছেন নিজেকে।

Share Now

এই বিভাগের আরও খবর