ঠাকুরগাঁওয়ে ট্রেনের আসন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আপডেট: July 9, 2024 |
inbound4944017728934423989
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ট্রেনের আসন পুনর্বহাল ও বগীর মান উন্নয়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরাস্তায় “বদলে দাও ঠাকুরগাঁও” এর আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়।

মানববন্ধন কর্মসুচিতে বক্তারা বলেন, ট্রেন চালুর শুরু থেকে ঠাকুরগাঁও হতে ঢাকাগামী যাত্রীদের জন্য ১৭০টি সিট বরাদ্দ রাখা হয়েছিল। তবে সপ্তাহ খানেক আগে ৬০টি সিট কমিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ ।

পঞ্চগড় ঢাকা রুটে যে ট্রেন গুলো চলছিল তাও সরিয়ে ফেলা হয়েছে অন্যদিকে। দেয়া হয়েছে লঙ্কর ছঙ্কর বগি। যা রিতিমত অন্যায়।

যার ফলে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। যা আমাদের উত্তরবঙ্গের মানুষের সাথে বৈষম্যমূলক আচরণ।

বাংলাদেশের সবচেয়ে দূরত্বের জায়গা ঠাকুরগাঁও ও পঞ্চগড়। তাই এই অঞ্চলে ভালো ও মানসম্পন্ন ট্রেনের পাশাপাশি আসন সংখ্যা বাড়ানোর দাবি করেন বক্তারা।

তাই আসন পুনর্বহাল ও বগীর মান উন্নয়নের দাবিতে এ মানববন্ধন পালন করা হচ্ছে।

এসময় বক্তব্য রাখেন, “বদলে দাও ঠাকুরগাঁও” এর প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিষ্টার নুর উস সাদিক, যুন্ম আহব্বায়ক আরমান রহমান শিহাব, এ্যাড: আশিকুর রহমান রিজভী, ক্রীড়া সংগঠক আতিকুর রহমান বিদ্যুতসহ সাংবাদিক, সাংস্কৃতিক, শুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর