আতঙ্কে বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ইসরায়েল

আপডেট: July 31, 2024 |
inbound8260219434664295665
print news

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে বুধবার ভোরে গুপ্তহত্যার শিকার হওয়ার পর চরম আতঙ্কে আছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল।

অনেক দেশ ইসরায়েলের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। যে কোন মুহুর্তে ভয়াবহ হামলা হতে পারে- এ আশঙ্কায় ইসরায়েল তার বিমানবন্দর বন্ধ করে দিয়েছে। খবর আনাদোলুর।

প্রথমে বন্ধ করা হয়েছে লেবাননের সীমান্তবর্তী হাদেরা, পরে একে একে হাইফা এবং তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও বন্ধ করে দেয়া হয়েছে।

শুধু আন্তর্জাতিক বিমান নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ বিমান চলাচলও বুধবার (৩১ জুলাই) থেকে বন্ধ করে দেয়া হয়।

ইসরায়েলের সেনাবাহিনীর সতর্কতা পর বুধবার সকাল থেকে বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়া হয়।

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্কসহ বহু দেশ।

যুক্তরাষ্ট্র এ ঘটনায় নিন্দা না জানালেও কঠোর সতর্কতা জারি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

এদিকে, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভার সদস্যদের ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলতে বারণ করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর