বগুড়ায় গণ অধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা

আপডেট: September 3, 2024 |
inbound7338145578189662893
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ ভিপি নূরের “গণ অধিকার পরিষদ” নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হওয়ায় বগুড়ায় আনন্দ শোভাযাত্রা পালন করেছে দলটির নেতাকর্মীরা।

০২ সেপ্টেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৫ টার দিকে বগুড়া জিলা স্কুলের সামনে থেকে ভিপি নূরের গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়ায় এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষণ করে। শোভাযাত্রার পর বগুড়া জেলা শাখার আহবায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সদস্য সচিব নুরুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতা রেজউল দিপন, ছাত্র অধিকার পরিষদের নেতা পলাশসহ আরও অনেকে।

বক্তারা বলেন,এখন থেকে গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসাবে দেশে বিভিন্ন নির্বাচনে ট্রাক প্রতীকে অংশগ্রহণ করবেন তাদের প্রতিনিধিরা।

Share Now

এই বিভাগের আরও খবর