ডিআইইউ’র সিপিসি ক্লাবের নেতৃত্বে ইলিয়াস-আদিল

আপডেট: September 11, 2024 |
inbound369818231387279940
print news

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের (সিপিসি) নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস উর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আদিল মাহমুদ রিয়ন।

এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ মুরসালাতুল ইসলাম পল্লব, কোষাধ্যক্ষ পদে মোঃ আসিফ ইলাহী, ইভেন্ট সমন্বয়কারী পদে তানবীর মাহতাব লাবিব, প্রোগ্রাম ম্যানেজার পদে সিফাতুল্লাহ হক, জনসংযোগ সম্পাদক পদে উম্মে আরা মাহিনুর ইশতিয়া, প্রকাশনা সম্পাদক পদে মোঃ ইফরাম দেওয়ান, মহিলা প্রোগ্রাম সমন্বয়কারী পদে ফাতেমা খানম উর্মি, প্রচার সম্পাদক পদে মোঃ আশরাফুল মোল্লা নির্বাচিত হয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ লিমন মিয়া, সৌমিক হাসান, রাসেল ইসলাম, রাজিয়া সুলতানা, রাশেদুজ্জামান রাকিব, মোঃ সজন, মোঃ মাহাদি রহমান লাবিব, মোঃ রাকিবুল ইসলাম, মারজানাহ আফরোজ, মোঃ মেহেদী হাসান, মোঃ ইউসুফ হোসেন, ফয়সাল জিহাক, মোঃ খাইরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘সিপিসি’ ক্লাবের নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস উর রহমান বলেন, ‘আমি বেশ খুশি এবং আমি বিশ্ববিদ্যালয়কে যুগান্তকারী কিছু দিতে চাই।

এই ক্লাবের মাধ্যমে ডিআইইউ কে তথ্যপ্রযুক্তিগত ও প্রোগ্রামিংয়ের দিক দিয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

আমরা আমাদের সাফল্যকে ছাড়িয়ে যেতে চাই। নতুন এই কমিটি নিয়ে এটাই আমার প্রত্যাশা’।

Share Now

এই বিভাগের আরও খবর