জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জন করলেন একাধিক রাষ্ট্রের প্রতিনিধি

আপডেট: September 28, 2024 |
inbound8766920355516808911
print news

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি ভাষণ দিতে মঞ্চে উঠার পর সেখানে উপস্থিত অনেক রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধিরা তাঁর বক্তব্য বর্জন করে বের হয়ে যান।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহু বক্তব্য দিতে গেলে প্রথমে তুরস্কের স্থায়ী দূত অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এর পর একে একে তাঁর পেছনে অন্য অনেকে বের হয়ে যেতে থাকেন। আরব বিশ্বের প্রতিনিধিরাও নেতানিয়াহুর বক্তব্য বর্জন করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জাতিংঘের সাধারণ পরিষদের সরাসরি প্রচারিত অনুষ্ঠানে নেতানিয়াহু বক্তব্য শুরুর পর অধিবেশন কক্ষের বেশির ভাগ আসন খালি পড়ে থাকতে দেখা যায়।

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যানে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি উল্লেখ করে, নেতানিয়াহু ৪১ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছেন। তাঁর জাতিসংঘে ভাষণ নয়, কারাগারে থাকা উচিত।

নেতানিয়াহু প্রায় আধাঘণ্টার মতো কথা বলেন। এ সময় হামাস ও হিজবুল্লাহকে নিয়ে আলোচনা করেন তিনি। নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর হামলা থেকে ইহুদি বসতি স্থাপনকারী ব্যক্তিরা যতক্ষণ নিরাপদ না হচ্ছেন, ততক্ষণ ইসরায়েল বিশ্রাম নেবে না।

Share Now

এই বিভাগের আরও খবর