কুষ্টিয়ায় এইচপিভি ভাইরাস টিকার উদ্বোধন

আপডেট: October 24, 2024 |
inbound380171903054479802
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: সারাদেশের সাথে কুষ্টিয়ায় এইচপিভি ভাইরাসের ক্যান্সার প্রতিরোধক “সারভারিক্স” টিকা’র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের আয়োজনে কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এ টিকার উদ্বোধন করা হয়।

সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আকতার জাহানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পার্থ প্রতীম শীল।

এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর