জয়পুরহাটে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিশাল কর্মী সভা

আপডেট: November 5, 2024 |
inbound4040640397686314844
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ সাম্য ও মানবিক  সমাজ বিনির্মাণে জয়পুরহাটে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের  যৌথ উদ্যোগে বিশাল  কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল এর সভাপতিত্বে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, সহ সাধারণ সম্পাদক ডাঃ সাইম মনোয়ার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল হাসান রাকিব, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র,  সদস্য সচিব মোক্তাদুল হক আদনান,  জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন,  সদস্য সচিব এস এম শামস মতিন,সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন প্রমুখ।

সমাবেশ বক্তারা সাম্য ও মানবিক  সমাজ  বিনির্মানে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মানবিক রাষ্ট্র বিনির্মানে মানুষকে ভালোবাসতে হবে এবং তাদের মনেরভাব বুঝতে হবে। জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে বলে জানান বক্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর