যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

আপডেট: November 6, 2024 |
inbound171521194324210135
print news

যুদ্ধ পরিচালনায় অস্বীকৃতি ও বিশ্বাসে ফাঁটল ধরায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরাখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্যালান্টের স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

মঙ্গলবার ইসরায়েলের স্থানীয় সময় সন্ধ্যায় এক রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, ‌আমার ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বিশ্বাস ভেঙে গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়োভ গ্যালান্টকে লেখা চিঠি তার কাছে পৌঁছানোর ৪৮ ঘণ্টা পরই তার দায়িত্ব শেষ হবে।

চিঠির শেষে নেতানিয়াহু লিখেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য আপনাকে ধন্যবাদ। গ্যালান্টের স্থলাভিষিক্ত হবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার। যদিও এর আগে এ পদে তার দায়িত্ব পালনের কোনো অভিজ্ঞতা নেই।

এদিকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের শুরুতে ইয়োভ গ্যালান্টের সঙ্গে বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। তবে যুদ্ধের শেষে এসে বিশ্বাসের ফাটল ধরেছে।

নেতানিয়াহু বলেন, যুদ্ধ পরিচালনায় তারা অস্বীকৃতি জানিয়েছে। ইয়োভ গ্যালান্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং বিবৃতি দিয়েছেন যা মন্ত্রিসভার সিদ্ধান্ত বর্হিভূত। নেতানিয়াহু পরোক্ষভাবে ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে ইসরায়েলি শত্রুদের সহযোগিতার অভিযোগ তুলেছেন।

এদিকে, ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করায় উল্লাস প্রকাশ করেছেন দেশটির অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর। তিনি নেতানিয়াহুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর