অভিনেতা ফারুক আহমেদের আমার না বলা কথা

আপডেট: November 11, 2024 |
boishakhi news 26
print news

গুণী ও জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনিও। তার অধিকাংশ নাটক ও চলচ্চিত্রে সরব উপস্থিতি ছিলো ফারুক আহমেদের। তার মৃত্যুর পর এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।পাশাপাশি লেখালেখিও করছেন এই তারকা।
এর আগেও প্রকাশ পেয়েছে বই। আগামী বই মেলা উপলক্ষেও নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি। অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে অভিনেতা ও লেখক ফারুক আহমেদের গল্পগ্রন্থ ‘আমার না বলা কথা’।বইটি প্রকাশ করছে প্রকাশনা সংস্থা কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আইয়ুব আল আমিন।
গতবারের বইমেলায় প্রকাশিত হয়েছিল তার দুটি বই। একটির নাম ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’।প্রকাশ করেছিল কিংবদন্তী পাবলিকেশন। অপরটির নাম ‘ভাঙা চশমা’। প্রকাশ করেছিল সপ্তর্ষী প্রকাশনী।নতুন গল্পগ্রন্থ সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘২০২৫ সালে একুশের বইমেলায় আমার একটি বই প্রকাশের ইচ্ছা আছে। বইটি প্রকাশ করবে কিংবদন্তী পাবলিকেশন।

বইটির নাম ঠিক করেছি ‘আমার না বলা কথা’।’
প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, ‘কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাছের মানুষ ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। অভিনয় দক্ষতার মাধ্যমে সবার মনে স্থান করে নিয়েছেন তিনি। এবার লেখক হিসেবেও পাঠকপ্রিয় হয়েছেন।’

Share Now

এই বিভাগের আরও খবর