ভারতের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

আপডেট: November 12, 2024 |
inbound7400978896406644683
print news

ভারতীয় সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না। এর আগে প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়।

সোমবার (১১ নভেম্বর) দেশটির রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি সঞ্জীব খান্নাকে শপথ বাক্য পাঠ করান। নতুন বিচারপতি থাকবেন মাত্র ছয় মাস। তার কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৩ মে।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংসহ অনেকেই। এর আগে প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়।

তার কার্যকালের মেয়াদ শেষ হয়েছে রোববার (১০ নভেম্বর)। তারপরের দিন সোমবার সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব বুঝে নিলেন সঞ্জীব খান্না। অক্টোবরের শেষেই শোনা যাচ্ছিল পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন খান্না। পরে তাতেই পরে শিলমোহর।

নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর নেয়ার মাস খানেক আগে কেন্দ্রীয় আইন মন্ত্রক তার কাছে পরবর্তী বিচারপতি কে হবেন জানতে চেয়ে চিঠি দেয়। তখনকার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার পরর্বতী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেন।

এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার নিয়োগপত্রে সই করে জানিয়ে দেন সুপ্রিম কোর্টের দায়িত্ব এবার নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না।

বছর ৬৪ এর বিচারপতি খান্না দিল্লি হাইকোর্টের সাবেক বিচারপতি দেব রাজ খান্নার ছেলে এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এইচআর খান্নার ভাইপো। পড়াশোনা শুরু বারখাম্বা রোডের মর্ডান স্কুল থেকে।

পরবর্তী সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ল পাশ করেন বিচারপতি। ১৯৮৩ সালে শুরু করেন কেরিয়ার। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে এরপর ২০১৯ সালে কাজ শুরু করেন সুপ্রিম কোর্টে। ছিলেন দিল্লি বার কাউন্সিলের মেম্বারও।

Share Now

এই বিভাগের আরও খবর