খালেদা জিয়ার উপদেষ্টা রোজী কবির মারা গেছেন

আপডেট: November 13, 2024 |
inbound280563903604342678
print news

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বেগম রোজী কবির মারা গেছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন এ তথ্য।

তিনি জানান, রোজী কবির দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ২ পুত্র ২ কন্যা নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

উল্লেখ, বেগম রোজী কবির জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সভাপতি, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। তিনি সংরক্ষিত মহিলা আসন থেকে তিন বার এমপি হন।

চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহরের প্রখ্যাত জমিদার পরিবার আজগর আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন রোজী কবির। তার বড় ভাই সাবেক ডেপুটি স্পিকার ও পরিকল্পনামন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদ। ভাইয়ের হাত ধরে রাজনৈতিক যাত্রা শুরু করেন বেগম রোজি কবির।

Share Now

এই বিভাগের আরও খবর