বগুড়ার মাকে হত্যার দায়ে ছেলে সাদ তিন দিনের রিমান্ডে

আপডেট: November 14, 2024 |
inbound8039863173144897570
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাত খরচের টাকা না পেয়ে মা সালমা খাতুনকে শাশ্বরোধ করে হত্যার দায়ে গ্রেফতারকৃত মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমান(১৯)এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত।

১৩ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাকে শাশ্বরোধে করে হত্যার পর ডিপ ফ্রিরিজে লুকিয়ে রাখার দায়ে গ্রেফতারকৃত ছেল সাদ বিন আজিজুরক তিন দিনের রিমান্ডে এই আদেশ দেন।

এর আগে গত রোববার(০৯ নভেম্বর) দুপুরে,হাত খরচের টাকা না পেয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে শাশ্বরোধ করে মা সালমা খাতুনকে হত্যা করে সাদ বিন আজিজুর রহমান।

পরে মায়ের হাত-পা প মুখ বেঁধে মৃতদের ঘরে থাকা ডিপ ফ্রিরিজে মধ্যে লুকিয়ে রাখে।

এরপর কুড়াল দিয়ে বাড়ির আলমারি বাড়ির এবং অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজিয়ে প্রচার করে।

ওই ঘটনায় ছেলে সাদকে গ্রেফতার করে বুধবার সন্ধ্যায় তাকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

Share Now

এই বিভাগের আরও খবর