রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল

আপডেট: November 14, 2024 |
inbound4131526129913719946
print news

নানা বিতর্ক ও সমালোচনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনী কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এই কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের বিবেচনা করা হবে।

এছাড়া পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ রাখা হয়েছে এবং শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খেলোয়াড় কোটার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ নভেম্বর ভর্তি উপকমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে কোটা বিষয় সিদ্ধান্ত নিতে মাননীয় উপাচার্য মহোদয় ডিনদের নিয়ে একটি সাবকমিটি করেছিলেন। সেই সাবকমিটি আজ অনুষ্ঠিত ভর্তি কমিটির কাছে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করে সন্তান-সন্ততিদের কোটা রাখার বিষয়ে সুপারিশ করে। তাদের সেই সুপারিশ গ্রহণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপ-উপাচার্য বলেন, আমরা একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এবারের ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি। কেননা রাবিসহ পাঁচ বিভাগীয় কেন্দ্রে হবে এবারের ভর্তি পরীক্ষা। পোষ্য কোটা ৩ শতাংশ করা হয়েছে ও মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটাসহ বাকি সব আগের নিয়মে বহাল থাকবে।

তিনি আরও বলেন, সার্বিক দিক বিবেচনা করে প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। ১২ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি ফি ও ইউনিট অপরিবর্তিত থাকবে এবং দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।

এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি কমিটি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল শুরু হবে। আগামী বছরের ৫-১৬ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে ১ লাখ ৮ হাজার ৫০০ জন শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, কেবল ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল), ‘এ’ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় এইচএসসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

আরও বলা হয়েছে, বিএফএ (প্রাক) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীর ফলাফল এখনও সনাতন পদ্ধতিতে হওয়ায় তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তবে তাদের মার্কশিট থাকতে হবে। কারিগরী শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

জানা গেছে, ২০২৪-২৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ ঢাকা, রংপুর, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলে এ, বি ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল ‘বি’ ইউনিট (ব্যবসা), ১৯ এপ্রিল ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। প্রতিদিন এক শিফটে ভর্তি পরীক্ষা হবে।

এ বছরও প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা এবং চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটে (বাণিজ্য) ১ হাজার ১০০ টাকা এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটে ১ হাজার ৩২০ টাকা। ১ ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নে ভর্তিচ্ছুদের মেধা মূল্যায়িত হবে।

এর আগে, মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিলের দাবি উঠলে এ সংক্রান্ত কোটা সংস্কার বিষয়ক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ বছর ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ (মোট কোটার) এবং মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর