গাজীপুর বিএনপি নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: November 18, 2024 |
inbound9040265942152149482
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে জেলা  বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মরহুম গিয়াস উদ্দিন সরকারের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর)  বিকেলে পরিবারের উদ্যোগে মহানগরীর কড্ডায় আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সাবেক বাসন ইউপি বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সরকার বাবুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মহানগর বিএনপির বাসন মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।

সভায়, বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন চৌধুরী মুসা , বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বাবু ,কৃষক দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান প্রমূখ ।

এ সময় মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবার শেষে, মরহুম গিয়াস উদ্দিন সরকারের ২২ তম মৃত্যুবার্ষিকী  স্মরণে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর