পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলা, নিহত ৪৫

আপডেট: November 22, 2024 |
inbound6450741509203123880
print news

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুক হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় যাত্রীবাহী একাধিক গাড়ি লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় বন্দুকধারীরা। প্রথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলছে স্থানীয় প্রশাসন।

আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওই এলাকায় জমিসংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র গোষ্ঠীদের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে। তবে যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলার এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিরীহ যাত্রীদের ওপর এমন হামলা কাপুরুষোচিত ও অমানবিক কাজ বলে মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে। হামলায় আহতদের সঠিক চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর