মারবা? পারবা না, শহীদেরা মরে না: হাসনাত-সারজিস

আপডেট: November 28, 2024 |
inbound2363561806817553310
print news

নিজেদের শহীদ আবরার এবং আলিফের উত্তরসূরি উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম বলেছেন, মারবা? পারবা না। ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

বুধবার (২৭ নভেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে তারা দুইজনে একই পোস্ট দেন।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফিরছিলেন তাঁরা।

এরপর রাত সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লিখেছেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

এর কিছু সময় পর সারজিস আলমও একই লেখা পোস্ট করেন ফেসবুকে। সেখানে তিনি হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করেছেন।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে এখন বিস্তারিত জানা যায়নি। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ট্রাকটি বহরের গাড়িটিকে চাপা দেয়ার চেষ্টা করে।

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটক করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর