ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ মিছিল


তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ভারতের আগরতলায় বাংলাদেশ কনস্যুলেটে হামলা এবং সিলেট ও ফেনী সীমান্তে উগ্র ভারতীয়দের আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার (২ ডিসেম্বর)আনুমানিক রাত ৯:৩০ মিনিটে উক্ত বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে,ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং মেইল গেইট সংলগ্ন জয় বাংলা চত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘দূতাবাসে হামলা কেন, দিল্লি তুই জবাব দে’,’আর এস এসের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘বিজেপির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’,’ উগ্রবাদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও,’সারা বাংলায় খবর দে, আগ্রাসনের কবর দে’, ” ইসকন তুই জঙ্গি, ভরতের সঙ্গী “ভারতীয় দালালেরা,হুশিয়ার সাবধান। ভারতীয় আগ্রাসন রুখে দাও,রুখে দাও। দুনিয়ায় মুসলিম এক হও, লড়াই করো,”সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কেন্দ্রীয় সমন্বয়ক শুয়াইব বিল্লাহ বলেন,” ভরত রাষ্ট্র হিসেবে মোটেও ভালো নয়। তাদের প্রতিবেশী সব রাষ্ট্রের সাথে তাদের খরাপ সম্পর্ক।
তারা যদি ভালোই হতো তাহলে কেন তাদের সাথে পাকিস্তান, চীনের সম্পর্ক খারাপ। এমনকি নেপাল যারা হিন্দু ধর্মের প্রধান একটি দেশ, তাদের সাথেও সম্পর্ক খারাপ। সবাই খারাপ তারা শুধু ভালো??”
তিনি আরও বলেন, ” বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের উপর ভারত যদি কোনো দাদাগিরি করার চেষ্টা করে, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নষ্টের চেষ্টা করে আমরা এর দাঁতভাঙ্গা জবাব দিব।
আমরা যেভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছি, ঠিক একই ভাবে ভরতকে এর জবাব দিব। ”
ভারতের হামলাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফার্মেসি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, ” আমরা দেখেছি গতকাল ও আজ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে হামলা এবং সিলেট ও ফেনী সীমান্তে বাংলাদেশের দিকে মাইক দিয়ে উচ্চস্বরে উসকানিমূলক বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । ”
তিনি ভারতকে হুশিয়ার করে বলেন,” আমরা ভারত কে স্পষ্ট করে বলে দিতে চাই এটা সিকিম না, আরো বলতে চাই এটা হায়দরাবাদ না, এটা স্বাধীন সার্বভৌমত্বের ৫৬ হাজার বর্গমাইলের দেশ বাংলাদেশ।
আপনারা যতই ষড়যন্ত্রের চেষ্টা করেন না কেন বুকের তাজা রক্ত দিয়ে তার সেই ষড়যন্ত্রের মোকেবেলা করা হবে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ দিল্লি থেকে পরিচালিত হবে, তাহলে বোকার স্বর্গে বাস করছেন।
বাংলার মুসলমান কখনো বেঁচে আছে। মুসলমান কখনো অন্যের অধীনে চলে না, বরং তাদের অধীনে অন্যরা চলে।”
উল্লেখ্য, ভারতের (ত্রিপুরা) আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।