বগুড়ায় কারাবন্দী আঃ লীগ নেতা মিঠুর মৃত্যু

আপডেট: December 9, 2024 |
inbound5572271184791699002
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় কারাবন্দী থাকা ক্যলীন অসুস্হ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু (৬৫) মারা গেছেন।

০৯ ডিসেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ( আইসিইউ) মারা যান।

মারা যাওয়া কারাবন্দী আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে।

এছাড়াও তিনি গাবতলী উপজেলার আওয়ামী লীগের নেতা এবং উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ,শাহ শরীফ।

এর আগে কারাবন্দী থাকা অবস্থায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মারা যান।

বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান,গত ৫ আগষ্ট ছত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আব্দুল মতিন মিঠু।

০৮ ডিসেম্বর রোববার দিবাগত রাত তিনটা ৩৫ মিনিটে তিনি বুকে ব্যাথা অনুভব করেন।

পরে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করানো হয়।

সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসারা। পরে সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি সেখানেই মারা যান।

তিনি আরও জানান,আইগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর