জয়পুরহাটে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আপডেট: December 11, 2024 |
inbound5846653721144156877
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে থেকে থেকে জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মোনজুরে মওলা পলাশের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়। এর আগে জেলা কৃষক দলের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান প্রমুখ।

এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করে সংগঠনটি। এর মধ্যে ছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল।

Share Now

এই বিভাগের আরও খবর