বগুড়ায় চোরাই ইজিবাইক ক্রেতা চক্রের সক্রিয় ৩ সদস্য গ্রেফতার

আপডেট: December 25, 2024 |
inbound3073601066609101109
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু থানা পুলিশের অভিযানে চুরি ও ছিনতাই হওয়া ইজিবাইক এবং অটো চার্জার ভ্যানের আন্তঃজেলা ক্রেতা চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

২৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে বগুড়ার কাহালু উপজেলার নারহট্টা ইউনিয়নের কালিয়ারপুকুর বাজারে আবুল কালামের গ্যারেজ থেকে চোরাই চার্জার ভ্যান,ব্যাটারি এবং বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারসহ চুরি ও ছিনতাই চক্রের সদস্য কালামসহ তার অপর দুই সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতারা হলেন- বগুড়ার কাহালু উপজেলার নারহট্টা ইউনিয়নের পাইকড় চকপাড়া গ্রামের মৃত-আজিজার রহমানের ছেলে আবু জাফর (৪২), একই উপজেলা ও ইউনিয়নের শিকড় গ্রামের আব্দুল সামাদের ছেলে আব্দুল হান্নান (৪৮) ও কাইট গ্রামের মইবুদ্দিনের ছেলে গ্যারেজ মালিক আবুল কালাম(৫০)।

এ সময় গ্যারেজ থেকে চোরাই চার্জারভ্যান ও ব্যাটারিসহ বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আবুল কালাম কালিয়ারপুকুর বাজারে রিকশা-ভ্যান মেরামতের নামে নামমাত্র একটি মেকানিকাল গ্যারেজ খুলে এর আড়ালে দীর্ঘদিন যাবৎ এ ধরনের চোরাই ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আবু জাফর ও আব্দুল হান্নান ছিল তার সহযোগী।

চার্জার রিকশা-ভ্যন চুরি- ছিনতাইয়ের এই আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য বগুড়া জেলাসহ বিভিন্ন জেলার জেলার চুরি বা ছিনতাই করা ইজিবাইক এবং অটোচার্জার ভ্যান কম দামে ক্রয় করে পরবর্তীতে নিজেরাই যন্ত্রাংশ খুল নতুন ভাবে তৈরি করে কম দামে বিক্রি করতো।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী আরো চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর