বগুড়ায় একাধিক মামলার পালাতক আসামী শাওন গ্রেফতার

আপডেট: December 25, 2024 |
inbound2401368393440337608
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ধর্ষণ ও হত্যা মামলাসহ একাধিক মামলার পালাতক আসামী মোঃ মেহেদী হাসান শাওন(৩৫) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌণে ৪ টার দিকে র‍্যাব-১২, বগুড়ার একটি আভিযানিক টিম, জেলা শহরের মালগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ,হত্যাসহ একাধিক মামলার পালাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান শাওনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান শাওন বগুড়ার সদর থানার কর্ণপুর দক্ষিণ পাড়া( মানিকচক) এলাকার মোঃ মোয়াজ্জেম হোসেন এর ছেলে।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার বিএন,এম আবুল হাসেম সবুজ এর স্বাক্ষরিত সন্ধ্যায় পাঠানো এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২,বগুড়া জানতে পারে যে, বগুড়া জেলার শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও ধর্ষণ মামলাসহ একাধিক মামলার পালাতক আসামী মেহেদী হাসান শাওন জেলার সদর থানাধীন মালগ্রাম এলাকায় অবস্থান করছেন।

আসামী শাওনের বিরুদ্ধে সর্ব শেষ সদর থানায় গত- ১৫-০৯-২৪ ইং তারিখে ধর্ষণ মামলা নং-৪৪,ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী-২০০৪ এর ৭-১০-৯(৯)/৩০ তৎসহ ৪২২/৫০৬ পেনাল কোড রুজু হওয়ার পর মামলা হতে পরিত্রান আইন শৃঙ্খলা রক্ষাকারীর কর্তৃক গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্হানে দীর্ঘ দিন আত্মগোপনে ছিলো।

সর্বশেষে গত ২৩-১২-২৪ ইং তারিখ রাত ০৩.৪০ ঘটিকায় র‍্যাব সদর দপ্তর(ইন্ট উইং) এর সহযোগিতায় র‍্যাব-১২, বগুড়ার অভিযানে জেলার মালগ্রাম এলাকা হতে শাওনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার আবুল হাসেম সবুজ জানান,গ্রেফতারকৃত আসামী শাওনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর