বগুড়ায় পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার ০২


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে হয়েছে।
২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা মোড়ে ঢাকা- রংপুরগামী হাইওয়ে রাস্তার পশ্চিম পার্শ্বে এস কে দইঘর এর সামনে হইতে পাঁচ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুই মাদক ব্যবসায়ী হলেন চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কালীগঞ্জ(মালোপাড়া) গ্রামের মৃত-রুস্তম আলীর ছেলে মোঃ মজিবুর রহমান(৫২) , একই জেলা ও থানার কালিগঞ্জ (রহমান মোল্লার টোলা) এলাকার মৃত-গিয়াস উদ্দিন এর ছেলে মোঃ বিশারত ওরফ বিশু (৬৪)। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজ উদ্ধার করা হয়।
বগুড়া ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল বাহার জানান,
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।