একাত্তরে বাংলাদেশের শরণার্থীদের নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিরিজ ফেউ

আপডেট: January 12, 2025 |
boishakhinews 36
print news

পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার দ্বীপ মরিচঝাঁপি। দেশ ভাগ ও মুক্তিযুদ্ধের সময় অনেক মানুষ শরণার্থী হয়ে ভারতবর্ষে পাড়ি দিয়েছিল। নানা ঘাত–প্রতিঘাত পেরিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের একটা অংশ আশ্রয় নেন মরিচঝাঁপিতে। সরকারি আশ্বাসেই সেখানে আবাস গোড়ে তোলেন তারা। কিন্তু ভোটের আগের রাজনীতি রূপ পাল্টায় ভোটের পরে। শুরু হয় উদ্বাস্তু উচ্ছেদ।

শরণার্থী উচ্ছেদ করতে মরিচঝাঁপিতে খাবার ও পানি বন্ধ করে দেয়া হয়। দেওয়া হয় ঘরে ঘরে আগুন। নৌকা ডুবিয়েও নির্বিচারে মানুষ হত্যার ঘটনা ঘটে। এতে করে তৎকালীন ভারতের রাজ্য সরকার নিন্দা প্রকাশ করলেও তাদের কিছু যায় আসেনি।

১৯৭৯ সালের ১৬ মে তারা মরিচঝাঁপিকে উদ্বাস্তু শূন্য করতে সক্ষম হন। সরকারি হিসেবে, সেখানে মোট নিহতের সংখ্যা মাত্র দুই জন হলেও বিভিন্ন হিসেবে মৃতের সংখ্যা হাজার ছাড়ায়।

মরিচঝাঁপির সেই গণহত্যা অবলম্বনেই সুকর্ন সাহেদ ধীমান নির্মাণ করতে চলেছেন চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’। জানা গেছে, সিরিজটির প্রেক্ষাপট ইতিহাস নির্ভর হলেও সিরিজটি ফিকশনাল। গল্প ও চিত্রনাট্য লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, সিদ্দিক আহমেদ ও রোমেল রহমান। নির্মাতা জানিয়েছেন, ইতিহাসের সঙ্গে নিজের দেখা চরিত্র, নিজের জানা ঘটনা, নিজের অঞ্চলের গল্প সিরিজে তুলে ধরেছেন তিনি।

শনিবার রাতে প্রকাশ পেয়েছে সিরিজটির অ্যানাউন্সমেন্ট টিজার। পুরো টিজারে ছোট ছোট দৃশ্যে বোঝানো হয়েছে গল্পটির অঞ্চলগত বৈশিষ্ট্য। ছোট-বড় নৌকা, ঘন জঙ্গল, কিছু মানুষের ধস্তাধস্তি, উদযাপনের মতো দৃশ্যও আছে টিজারে। তবে এসবের ব্যাখ্যা এখনই দিতে চাননি পরিচালক।

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেই আসছে ‘ফেউ’। মুক্তির তারিখ দ্রুতই জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share Now

এই বিভাগের আরও খবর