জয়পুরহাটে কনটেন্ট তৈরীতে তরুণদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

আপডেট: January 13, 2025 |
inbound1591099549994596853
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “রাইট হেয়ার রাইট নাউ (আরএইচআরএন-২)“ অধিকার এখানে, এখনই প্রকল্পের উদোগে আয়োজিত সিএসইতে ডিজিটাল উপকরণ এবং কনটেন্ট তৈরীতে তরুণদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ দুপুরে বিজিবি ক্যাম্প ও টিএমএসএস এ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরি সূত্রধর, এসআরএইচআর স্পেশালিস্ট (আরএইচআরএন-২) জিসান মাহমুদ, ট্রেইনার তিলক সাহা, মডারেটর মুব্বাসির তাহমিদ ভূঁইয়া, সুমাইয়া ইসলাম ঋতু,জেলা যুব সংগঠক মুর্শিদা খাতুন, সম্রাট হোসেন প্রমুখ।

যুব জনগোষ্ঠীকে সিএসই সম্পর্কিত ডিজিটাল উপকরণ তৈরী ও ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের ডিজিটাল লিটারেসি সক্ষমতা বৃদ্ধি এবং এসআরএইচআর ইস্যুতে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন।

সমন্বিত যৌনতা শিক্ষার উপর ডিজিটাল কনটেন্ট তৈরীতে অংশগ্রহনকারীদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, অন্যান্য কিশোর – কিশোরীদের এ বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহন করেছে,স্ব- উদ্যোগে সমন্বিত যৌনতা শিক্ষার উপর বিভিন্ন ধরনের অডিও, ভিডিও কনটেন্ট তৈরী করেছে এবং ফেজবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে, বিভিন্ন ইভেন্ট এর ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করেছে এবং সেগুলো ডকুমেন্টেশনের মাধ্যমে প্রচার করা, কর্মসূচির সফল অর্জনের কেস স্টোরি লিখছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।

তাদের নিজ নিজ এলাকায় সমন্বিত যৌনতা শিক্ষার উপর বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরী করতে পারছে।

Share Now

এই বিভাগের আরও খবর