বাউবি উপাচার্যের সাথে “ডাক দিয়ে যাই” সংগঠনের মতবিনিময়


মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এমবিএ (বাংলা) র ৯ম ব্যাচের ওরিয়েন্টশন প্রোগ্রাম ও সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।
আজ সকালে নগরীরর সিআরবি এলাকার উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত অনুষ্টানে বাউবির আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বিএম ওবাইদুল ইসলাম, বিশেষ অতিথি প্রো উপাচার্য অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ওপেন স্কুল ডিন অধ্যাপক ড. শিরিন সুলতানা, রিসোর্স পারসন বাউবির কেন্দ্রীয় সমন্বয়কারী (এমবিএ বাংলা মাধ্যম)অধ্যাপক ড. মোতাহারুল ইসলাম উপস্থিত ছিলেন বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র রাবেয়া সুলতান, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক মো: পারভেজ খান সহ এমবি এর ৯ম ব্যাচের শিক্ষার্থীরা ও বিভিন্ন টিউটোরিয়াল সেন্টারের সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মামনা প্রদান ও বাউবি শিক্ষার্থীদের ৮ দফা দাবীর স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন বাউবি শিক্ষার্থীদের পক্ষে সুবিদা ও অসুবিদা জানার জন্য সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে আমি নিজেই স্বশরীরে পরিদর্শন করছি, আমি বাউবি কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার জন্য মাঠে আছি, বাউবি প্রতিটি জেলাতে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষার জন্য নিজ্বস্ব ভবন তৈরী করার জন্য প্রস্তাবনা রেখেছেন, নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা স্বত:স্ফুর্তভাবে পরীক্ষা দিবে বর্তমান সময় থেকে, আমরা ফ্যাসিবাদী থেকে মুক্তি পেয়ে নতুন এক শিক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছি।
তিনি আরও বলেন শিক্ষার্থীদের পক্ষে “ডাক দিয়ে যাই” সংগঠনের ৮ দফা দাবী যৌক্তিক, এই দাবী নিয়ে বাউবি ইতিপুর্বে কার্যক্রম শুরু করেছে ও সংগঠনের সফলতা কামনা করেন।