মান্দায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

আপডেট: January 17, 2025 |
inbound7312214089734037131
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ শুক্রবার বিকেলে সদলপুর অরুন মুহরীর বয়লারে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, পরানপুর ইউনিয়ন বিএনপির ০৫ ইউনিট এর আয়োজনে এই কম্বল বিতরন করা হয়।

৫ নং ইউনিট বিএনপির সভাপতি মোঃ নুরুন্নবী মিন্টুর সভাপতিত্বে ও মান্দা উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অরুন কুমার কবিরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেসুর রহমান মকে , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং পরানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান খোকা, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান রবি, পরানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, ৪নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, পরানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি সিদ্দিকুর রহমান সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে বক্তারা বলেন গত ১৭ বছর ধরে দেশ একটি ক্রান্তিকাল পার করে বর্তমানে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সৈরাচারী হাসিনার পতন ঘটানোর মাধ্যমে দেশ কলংক মুক্ত হয়েছে তাই সবাই কে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে এবং ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেক, নওগাঁ জেলা ছাত্রদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক আকিব জাওয়াদ চৌধুরী, মান্দা সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর