লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

আপডেট: January 19, 2025 |
inbound2716899283799150572
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি শেষ হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংসজ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটওভার ব্রিজে কম্বল বিতরণ করে সেচ্ছাসেবী সংগঠনটি।

লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগ ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, আমাদের লক্ষ্য কেবলমাত্র শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া নয়, বরং তাদের মনে আশা জাগিয়ে তোলা যে আমরা তাদের পাশে আছি।

আজকের এই প্রচেষ্টা যদি একজন মানুষকেও উষ্ণতা এনে দিতে পারে, তাহলে সেটাই আমাদের প্রকৃত সাফল্য। সবার প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আমরা একসঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াই।

আমাদের ছোট্ট সহযোগিতাও যদি কারও জীবনকে বদলে দিতে পারে, তাহলে সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।

প্রসঙ্গত, সংগঠনটি গত ৮ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি শুরু করেন।

Share Now

এই বিভাগের আরও খবর