আক্কেলপুরে জামায়াতে ইসলামীর কর্মী-সুধী সমাবেশ


জয়পুরহাট প্রতিনিধিঃ মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ, এই ভিশন নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আক্কেলপুর উপজেলা আমীর মাওলানা শফিউল হাসান দিপু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মামুনুর রশিদ, এস, এম রাশেদুল আলম সবুজ প্রমুখ।
এসময় বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়নের যুব-বিভাগ, ছাত্র শিবিরের নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।