জয়পুরহাটে তারুণ্য উৎসব উপলক্ষে জেলা পর্যায়ে ৬ দিন ব্যাপী টূর্ণামেন্ট এর  উদ্বোধন 

আপডেট: January 18, 2025 |
inbound4288784184737266732
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে  ৫১ দিন ব্যাপী তারুণ্য উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

এ উপলক্ষে  শনিবার দুপুরে শহরের সার্কিট হাউজ মাঠে,  ৬ দিন ব্যাপী জেলা পর্যায়ে এ্যাথলেটিক্স, সাইক্লিং, কাবাডী,হ্যান্ডবল, ভলিবল, ক্রিকেট, ফুটবল,ব্যাডমিনট সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  বিভিন্ন খেলার উদ্বোধন করা হয়।

টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

inbound8076950295174187752

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সবুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল  ওয়াহাব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান  সহ বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

Share Now

এই বিভাগের আরও খবর