ট্রেন চলাচল স্বাভাবিক: ৩১ ঘণ্টা পর রাজশাহী থেকে ছুটলো ট্রেন

আপডেট: January 29, 2025 |
inbound8030159625020581379
print news

রাজশাহী স্টেশন থেকে ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগের অবসান হয়েছে। একইসঙ্গে রাজশাহী রেলস্টেশনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় মূল হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রেন।

সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার ময়েন উদ্দিন বলেন, সকাল থেকে সব ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। তবে বনলতা ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন দুটি ২০ মিনিট বিলম্বে ছাড়ে। এখন অবস্থা স্বাভাবিক।

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়াও খুশি যাত্রীরা। তারা জানান, গতকাল ট্রেন বন্ধ থাকায় অনেকেই স্টেশনেই রাত কাটিয়েছেন। আজকে ট্রেন চলাচল শুরু না হলে বাড়ি যাওয়া সম্ভব হতো না।

এদিকে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজশাহী রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল হোতা সুমন আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত ঘটনায় জিআরপি রাজশাহী থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর