শুটিং সেটে একসঙ্গে নিশো ও তৌসিফ

আপডেট: January 30, 2025 |
boishakhinews 57
print news

আসছে ভালোবাসা দিবসের একটি নাটকের শুটিংয়ে এখন রাজশাহীতে অবস্থান করছেন অভিনেতা তৌসিফ মাহবুব। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ। যেখানে একটি শুটিং সেটে একসঙ্গে দেখা গেছে আফরান নিশো ও তৌসিফ মাহবুবকে। একজন আরেকজনকে জড়িয়ে ধরেছেন এবং কথা বলছেন।
এমন ভিডিওটি ছড়িয়ে পড়লে কেউ কেউ জানতে চাচ্ছেন, কী হচ্ছে! আবার কেউ লিখছেন, একসঙ্গে আসছেন তারা…!

এই প্রসঙ্গে তৌসিফ মাহবুব জানান, তারা একসঙ্গে পাশাপাশি শুটিং সেটে শুটিং করছিলেন। সেখানে শুটিং থেকে বের হওয়ার সময় আফরান নিশোর সঙ্গে তার দেখা হয়।

এরপর এই অভিনেতা বলেন, “আমাদের একসঙ্গে কিছু আসছে না। অনেক দিন পরে নিশো ভাইয়ের সঙ্গে দেখা।

‘সুড়ঙ্গ’ সিনেমার পরে দেখা হলো আমাদের। হাই-হ্যালো হয়েছে।দুজন অভিনেতা একসঙ্গে হলে যা হয় আরকি, কেমন আছি এই খবরাখবর। এতটুকুই।

সেটাই হয়তো কেউ সেট থেকে ভিডিও করেছে।”
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুটিং করা তৌসিফের নাটকটির নাম ‘প্রথম প্রথম প্রেম’। নাটকটির গল্পের প্রেক্ষাপট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেভাবেই চিত্রনাট্য, লোকেশনসহ সব কিছু প্রস্তুত করা হলেও শুটিংয়ের দিন হঠাৎ করেই সাত কলেজের আন্দোলন শুরু হয়। অবশেষে কোনো উপায় না পেয়ে ঢাবির সেই গল্প এক রাতের মধ্যে চলে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

Share Now

এই বিভাগের আরও খবর