সবাইকে দেশীয় শাক সবজি খাওয়ার পরামর্শ দিলেন চট্টগ্রামের সিভিল সার্জন

আপডেট: January 31, 2025 |
474985380 1325762438556560 6809652359390687223 n
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: দেশীয় শাক সবজি-ফলমূলে অধিক পুষ্টি রয়েছে উল্লেখ করে সবাইকে  এসব খাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী।  জনসাধারণের মাঝে স্বাস্থ্য ও পুষ্টি গুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পুষ্টি মেলা-২০২৫ তিনি এ কথা বলেন ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের দেশীয় শাক সবজি ও ফলমূল প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং এগুলো দামেও সস্তা। দৈনন্দিন খাদ্য তালিকায় এই সকল শাক সবজি এবং ফলমূল আমাদের রোগাক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দেয়।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টায় নগরীর চাঁন্দগাও থানাধীন কাজির ডিয়া মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন (কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম) এর আয়োজনে এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড, ইউএনডিসি, স্বপ্নচুড়া শিশু ফোরাম, চাঁন্দগাও যুব ফোরাম, দৃষ্টিকোণ এবং কর্ণফুলী কিন্ডারগার্টেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনি রোজারিও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার (ওয়ার্ল্ড ভিশন), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, সিভিল সার্জন (চট্টগ্রাম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মো. তৌহিদুল আনোয়ার, ডেপুটি সিভিল সার্জন (চট্টগ্রাম), খ্রিস্টফার খুইয়া প্রোগ্রাম অফিসার (ওয়ার্ল্ড ভিশন), দোলন রোজারিও (ওয়ার্ল্ড ভিশন), আলী আকবর (স্থানীয় সমাজ সেবক) এবং আব্দুল করিম (অধ্যক্ষ কর্ণফুলী কিন্ডারগার্টেন স্কুল)।

পরে প্রধান অতিথি প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। প্রধান অতিথি অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর