জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় জাবি ছাত্রদল

আপডেট: February 9, 2025 |
inbound6803340442464075774
print news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ সেশনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা সহয়তায় পাশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (৯ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় এ কর্মসূচি পালন করেন তারা।

এছাড়াও দেরিতে আসা শিক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বাইক সার্ভিস চালু করেছে ছাত্রদল জাবি শাখা।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য মানবিক ও সহায়তামূলক উদ্যোগ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক ২ টি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এ সমস্ত সহায়তা কেন্দ্রগুলোতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নানা সেবা পাচ্ছেন। এরমধ্যে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা।

ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ বিতরণ। সুপেয় পানি ও স্যালাইনের ব্যবস্থা। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা। জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা এবং অন্যান্য জরুরি সহায়তাসমূহ।

সরেজমিনে দেখা যায়, ভর্তি-ইচ্ছুক আগত শিক্ষার্থীদের সেবা দেওয়া হচ্ছে। একইসাথে শিক্ষার্থীদের মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র গচ্ছিত রাখছে ছাত্রদলের নেতাকর্মীরা।

তাদের সেবার প্রশংসা করে এক শিক্ষার্থী বলেন, যানযট থাকার কারণে আমি দেরিতে এসে পৌছাই। পরে ছাত্রদলের ভাইয়েরা তাদের বাইকে করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দে। এতে করে আমি সঠিক সময়ে পরীক্ষা দিতে পারি।

ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, জাতীয়তাবাদি ছাত্রদলের পক্ষ থেকে দূর দুরন্ত থেকে আসা শিক্ষার্থীদের সহায়তায় আমরা ২টি টেন্ট স্থাপন করা হয়েছে।

এছাড়া তাদের জন্য কলম ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। একইসাথে আমাদের সহায়তা সেলের আন্ডারে আমরা শিক্ষার্থীদের বাইক সার্ভিস দিচ্ছি যাতে তারা সহজে এবং সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পারে।

দীর্ঘদিন ছাত্রলীগের কারনে আমরা আমাদের কার্যক্রম চালাতে পারিনি, এখন আমরা সধ্যমত শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি, জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের সাথে আছে।

প্রসঙ্গত, আগত প্রায় ৬০০ শিক্ষার্থীদের কলম ও স্কেল সহ শিক্ষা সামগ্রী উপহার এবং ১৫০ এর অধিক শিক্ষার্থীকে বাইক সহায়তা দিয়েছে বলে দাবি ছাত্রদলের।

Share Now

এই বিভাগের আরও খবর